সংবাদ বিস্তারিত:
আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি তেলবাহী ট্রাক, ৫৭টি তেলের ব্যারেল, একটি ডাবল কেবিন গাড়ি ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে শ্রীনগর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. আলম (৩২), সোনারগাঁও, নারায়ণগঞ্জ
আলমগীর হোসেন (৩৮), রাঙ্গাবালী, পটুয়াখালী
হেলালুজ্জামান, মুকসুদপুর, গোপালগঞ্জ
জোবায়ের আহম্মেদ জীবন (২৭), হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল রাতে কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েল মিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। রাত ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বেজগাঁও এলাকায় একটি কালো ডাবল কেবিন পিকআপে আসা ছয়জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি থামিয়ে দেয়। তারা মাদকের অভিযোগে ট্রাকচালক ও সহকারীকে অপহরণ করে পিকআপে তোলে এবং ট্রাকটি নিয়ে ঢাকার হাসনাবাদ এলাকায় পৌঁছে আনলোড করে।
তদন্তে জানা যায়, এই ঘটনার মূল হোতা ঢাকার মীরহাজীরবাগ এলাকার ব্যবসায়ী মো. হেলালুজ্জামান, যিনি মেসার্স জামাল এন্টারপ্রাইজ এ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে চুরি হওয়া তেল কিনে নেন।
পরবর্তীতে পুলিশ ও ডিবির অভিযানে ৩৫টি ভর্তি এবং ২২টি খালি ড্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের মোট ওজন ৩,৩৪৮ কেজি, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ২২ হাজার টাকা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ডিবির এসআই আবুল কালাম আজাদ ও হামিম মোহাম্মদ তারেক প্রমুখ।
📌 পুলিশ জানিয়েছে, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।