রুবেল হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে আলোচিত নুর আলম হত্যা মামলার প্রধান আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাসেত আকন্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার খরণা ইউনিয়নের দেশমা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খরণা বড় দেশমা এলাকার আনহার আলীর ছেলে আব্দুল বাসেত আকন্দ, যিনি খরণা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মামলার প্রধান আসামি। অপরজন হলেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম, যিনি মামলার ৪ নম্বর আসামি।
নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছিল না। পরে বগুড়ার র্যাব-১২ অভিযানে নেমে তাদের গ্রেপ্তার করে।
মামলার বিবরণী অনুযায়ী, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নুর আলম ও তার বন্ধু মিস্টার দেশমা বাজারে অবস্থান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে নুর আলমকে কুপিয়ে ও মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। প্রাণ বাঁচাতে তার বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর নিহত নুর আলমের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এই হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।