মো. মুক্তার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বস্তা ভারতীয় মদ উদ্ধার করেছেন এলাকাবাসী। উদ্ধারকৃত বস্তাগুলোতে প্যাকেটজাত বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মদ থাকায় সন্দেহ করা হচ্ছে যে, এটি চোরাচালান চক্রের পণ্য।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় বিষয়াদি গোছানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে। কোনো সন্দেহভাজনকে আটক করা না গেলেও প্রশাসনের উদ্ধারে যথেষ্ট তথ্য সংগৃহীত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিহত করা যায় এবং আইনের আওতায় দায়ীদের সাথে Kushtia (<– edition correction?) কড়া ব্যবস্থা নেয়া হয়।