আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) নিজেই মুন্সিগঞ্জ সদর থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পূর্বপাড়া এলাকায়। নিহত গৃহবধূ মিতু আক্তার (২৮) নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের মেয়ে। ঘাতক সুমন রিকারি বাজার বটতলা এলাকার শরিয়ত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে মিতুকে বিয়ে করেন সুমন। এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে। মিতুর আগের ঘরে তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। কিছুদিন আগে ঝগড়ার কারণে মিতু বাবার বাড়ি চলে গেলে, সোমবার সুমনের বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
সেই রাতেই, অর্থাৎ সোমবার রাত ২টার দিকে, সুমন তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন এবং বন্ধুদের সহযোগিতায় ধারালো বটি দিয়ে মিতুর শরীরের বিভিন্ন অংশ ও গলায় আঘাত করে হত্যা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, “ঘাতক স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
পুলিশ জানায়, হত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।