May 23, 2025, 10:06 am

রাজবাড়ীতে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু!

মিরাজ হুসেন প্লাবন

রিপোর্ট: মোঃ জাহিদুর রহিম মোল্লা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো: কোরবান শেখ (৫৫) ও অশোক কুমার রায় (৬০)। তারা পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত।

নিহতদের প্রতিবেশী মো: বকুল হোসেন জানান, সকালে কোরবান শেখ ও অশোক রায় একসাথে মোটরসাইকেলে পাংশা উপজেলায় মহাজনের হালখাতা অনুষ্ঠানে অংশ নিতে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাউদ্দিন জানান, বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। তাদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন