রিপোর্ট: রুবেল হাসান
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় বুধবার (২১ মে) দুপুরে মোহাম্মদ আব্দুল কাদের (৩৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল কাদের শেরপুর উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজাদুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কাদেরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে থানা পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন—শহরের নাটাইপাড়া এলাকার হায়দার আলীর ছেলে মোঃ আপন (১৮), মুন্টু মিয়ার ছেলে নুর আলম (২০) এবং খান্দার এলাকার সোবহানের ছেলে মোঃ মিজান (২৫)।
শাজাহানপুর থানার তদন্ত ওসি মাসুদ করিম জানান, “ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”
এই ঘটনার পর মাদলা এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।