August 1, 2025, 12:48 am
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

বিদেশি অস্ত্রসহ কুখ্যাত ‘মজনু গ্রুপের’ ৫ সদস্য গ্রেফতার

মিরাজ হুসেন প্লাবন

স্টাফ রিপোর্টার
ঢাকা, ২৪ মে ২০২৫ (শনিবার)

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত এক সফল অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত চক্র ‘মজনু গ্রুপের’ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভোররাতে (২৪ মে) আনুমানিক রাত ৩টায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সেনা ক্যাম্পের একটি দল শাওরাইল এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উদ্ধার করা হয় ১টি ৯ মিমি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ১৫টি তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও, তারা সবাই মজনু ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযানে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বদা প্রস্তুত এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে, যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন—এতে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন