July 31, 2025, 2:45 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

নতুন টাকার নোটে নেই কারও মুখ, আছে বাংলাদেশের মুখ

মিরাজ হুসেন প্লাবন

অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে একত্রে তুলে ধরতে বাজারে আনছে নতুন ডিজাইনের টাকা। এসব নোটে কোনো ব্যক্তির ছবি না রেখে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহাসিক স্থাপনা, প্রকৃতি ও সাংস্কৃতিক প্রতীকসমূহ।

নতুন এই নোটগুলোর সবকটিতেই থাকছে সদ্য দায়িত্ব নেওয়া গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে পবিত্র ঈদুল আজহার আগেই—জুনের ২ অথবা ৩ তারিখের মধ্যে।

নতুন নোটের বিশেষ বৈশিষ্ট্য:
ব্যক্তির ছবি বাদ: এবার কোনো ব্যক্তির প্রতিকৃতি থাকছে না। তার পরিবর্তে দেশের গৌরবময় ঐতিহ্য, প্রকৃতি ও স্থাপত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।

ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক: প্রতিটি নোটে রয়েছে ভিন্ন ভিন্ন প্রতীক—যেমন শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, সুপ্রিম কোর্ট, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন ও ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি।

বিভিন্ন নোটে যা থাকছে:
১০০ টাকার নোট:
এক পাশে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অন্য পাশে সুন্দরবনের মনোরম দৃশ্য, হরিণের ঝাঁক ও বাঘের ছবি।

২০০ টাকার নোট:
অপরাজেয় বাংলা ভাস্কর্য এবং বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির দৃশ্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের পোশাকে উপস্থাপিত; পেছনে রয়েছে সবুজ মাঠে বাংলাদেশের মানচিত্র।

৫০০ টাকার নোট:
এক পাশে শহীদ মিনার, অন্য পাশে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন।

১০০০ টাকার নোট:
রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবন—স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিক্রিয়া:
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা চেয়েছি টাকার মাধ্যমে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে আরও গভীরভাবে তুলে ধরতে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “নতুন নোটগুলোতে কোনো ব্যক্তি না রেখে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ঈদের আগেই এগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছাবে।”

এই নতুন ডিজাইনের টাকা ঘিরে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রশংসা। অর্থনীতিবিদরাও বলছেন, এটি দেশের সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন