মো. রাহিম হোসেন.
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজু আহমেদ (২২) নামে এক যুবককে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ জুন) ভোরে নাচোল উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পারিলা গ্রামের রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মিরকাডাঙ্গা এলাকায় নিজ জমিতে যাওয়ার পথে এক ব্যক্তি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পান। নিহতের গলা কাটা ছিল এবং পাশে একটি ধারালো ছুরিও পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা গ্রাম পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিবি, পিবিআই ও পুলিশের ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়।
ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম আলামত সংগ্রহ করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত যুবকের নাম রাজু আহমেদ (২২)। তিনি নাচোল উপজেলার ৩ নম্বর শ্রীরামপুর পৌরসভার বাসিন্দা। তার পিতার নাম মোতাব হোসেন ফাকু এবং মায়ের নাম সুলতানা বেগম।
স্থানীয়দের ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাজু গতকাল থেকে ভ্যানসহ নিখোঁজ ছিলেন। তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে ভ্যান চালাতেন এবং সম্প্রতি নিজে ভাড়ায় ভ্যান চালাচ্ছিলেন। পরিবার ও স্থানীয়দের ধারণা, তার কাছে থাকা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পিবিআই এর প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, রাত ১০টা থেকে ১২টার মধ্যে রাজুকে হত্যা করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, এলাকাজুড়ে রাজুর নৃশংস হত্যাকাণ্ড ঘিরে শোক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।