সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ফের বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) ভোরে বাগানবাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ছাতকের নোয়াকোট বিওপির আওতাধীন এলাকায় বিজিবির একটি টহল দল বাগানবাড়ি সীমান্ত থেকে ৩টি পরিবারের ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৬ শিশুকে আটক করে। আটককৃত সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা অতীতে অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস শুরু করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নোয়াকোট বিওপির হাবিলদার মো. কবির আহমদ জানান, পুশইন হওয়া ২০ জন বাংলাদেশিকে বিজিবি আটক করে ছাতক থানায় হস্তান্তর করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দও আটক ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।