July 31, 2025, 6:51 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় দুই সহদর গ্রেপ্তার

মিরাজ হুসেন প্লাবন

জেলা প্রতিনিধি রাজবাড়ী – মোঃ জাহিদুর রহিম মোল্লা.

রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় কুটি বিশ্বাস (৪০) ও লাবলু বিশ্বাস (৪৫) নামে দুই সহদরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার মনি বিশ্বাসের ছেলে।

গ্রেপ্তারের ঘটনা:
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার পটভূমি:
রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫)-এর নিকট পুড়া পলাশ, খুর মানিক, বতল রানা, কুটি বিশ্বাস, লাবলু বিশ্বাসসহ কয়েকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে সিদ্দিক শেখকে চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার পরদিন (১৫ জুলাই) সিদ্দিক শেখ রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশের পদক্ষেপ:
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব জানান, মামলার পর পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এজাহারভুক্ত আসামি কুটি বিশ্বাস ও তার ভাই লাবলুকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন