নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মোহাম্মদ
ওয়াজেদ আলম সীমান্ত (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ১২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে কলেজে যাওয়ার পথে একদল ছিনতাইকারী সীমান্তকে ছুরিকাঘাত
করে। তারা তার মাথা, পেট ও হাতে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ ওয়াজেদ আলম সীমান্ত নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা। তিনি হাজি আলম চান মিয়ার একমাত্র ছেলে।
সীমান্তের পরিবার জানিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়ে তারা শোকস্তব্ধ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের উৎপাত দিন দিন বাড়ছে। এলাকাবাসী এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি
রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি বলেন, “ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আমরা দোষীদের দ্রুত আইনের
আওতায় আনতে কাজ করছি।”
এআইইউবির শিক্ষার্থীদের মাঝে সীমান্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সবাই এমন নির্মম ঘটনার বিচার দাবিতে সোচ্চার।