চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সিইপিজেড এলাকায় একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আগুন লাগার এই ঘটনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।
উল্লেখ্য, সিইপিজেড এলাকায় কারখানাগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন।