আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিকের নেতৃত্বে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার সুপার মার্কেট থেকে শুরু হয়ে মডেল মসজিদ ঘুরে উপজেলা গেটে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধন, এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিজয় দিবসের এ কর্মসূচিগুলো টঙ্গিবাড়ী উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।