মিরাজ হুসেন প্লাবন,
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
জানা গেছে, কাজল মিয়া শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় এক আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলি তার মাথায় লাগে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় ৩ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন, এ সময় তার একাধিকবার অস্ত্রোপচার করা হয়। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও তার বাম হাত ও পা সম্পূর্ণভাবে অচল হয়ে যায়। ফলে চিকিৎসকরা রোবটিক ফিজিওথেরাপির পরামর্শ দেন। যেহেতু এ ধরনের থেরাপি দেশে সম্ভব নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে।