স্বাস্থ্য ডেস্ক:
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমাগত বাড়ছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে, যা হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার প্রতিবেদনে জানানো হয়, নভেম্বর মাসে ডেঙ্গুতে ১৭৩ জন মারা গেছেন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৬৫২ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯১ হাজার ৪৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৮৭ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন।
মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পরিসংখ্যান (২০২৪):
জানুয়ারি: মৃত্যু ১৪, ভর্তি ১,০৫৫
ফেব্রুয়ারি: মৃত্যু ৩, ভর্তি ৩৩৯
মার্চ: মৃত্যু ৫, ভর্তি ৩১১
এপ্রিলে: মৃত্যু ২, ভর্তি ৫০৪
মে: মৃত্যু ১২, ভর্তি ৬৪৪
জুন: মৃত্যু ৮, ভর্তি ৭৯৮
জুলাই: মৃত্যু ১২, ভর্তি ২,৬৬৯
আগস্ট: মৃত্যু ২৭, ভর্তি ৬,৫২১
সেপ্টেম্বর: মৃত্যু ৮০, ভর্তি ১৮,০৯৭
অক্টোবর: মৃত্যু ১৩৪, ভর্তি ৩০,৮৭৯
নভেম্বর: মৃত্যু ১৭৩, ভর্তি ২৯,৬৫২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০৮ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮৯ জন মারা গেছেন। বাকি মৃত্যুর ঘটনা দেশের অন্যান্য অঞ্চলে ঘটেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনগণকে সচেতন করার জন্য প্রচারণা বাড়ানো উচিত।