August 4, 2025, 5:57 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ: নারী নিহত, আহত ১৫

মিরাজ হুসেন প্লাবন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আদালতে মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বিবাদমান জমিতে পানি সেচ দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ফেরদৌসী বেগম সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয়, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আব্দুল জব্বার (৬৫), আলম (৪০), সাইদুর রহমান (৪০), জিন্নাত (৫০), জেসমিন (৩০), আবুল কালাম (৪৫), সাকিব (১৭), রজুফা বেগম (৬৫), মামুন (৩৮), জায়েদা, জাহানারা, সাইনুল, সাইদুর ও রাজিয়া। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে ৮ জনকে আটক করেছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান না হলে এমন সংঘর্ষের ঘটনা আবারও ঘটতে পারে। তাই বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন