নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. সজিব বেপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তিনি একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজিব ওই এলাকার আব্দুল হক বেপারীর ছেলে এবং পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব বেপারী অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।