ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস (৫০)কে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকালে ছাতক পৌর শহরের লাফাজ সুরমা ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সিকান্দর, এসআই রেজাউল ও এসআই আশরাফুল।
গ্রেপ্তারকৃত রঞ্জন কুমার দাস ছাতক উপজেলার সদর ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা এবং মতিলাল দাসের পুত্র। তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৫, তারিখ-১০/০২/২০২৫ খ্রিস্টাব্দ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারা ১৫(৩)/২৫ডি অনুযায়ী অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।