April 16, 2025, 8:20 am

ছ্যাঁকা দিলো প্রাক্তন, প্রতিশোধে ৩০৮টি পার্সেল!

MD. Shakil Mahmud

প্রেমে ছ্যাঁকা খেয়ে প্রতিশোধের অভিনব পথ বেছে নিলেন এক যুবক। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন সবার মুখে মুখে। প্রাক্তন প্রেমিকার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে একে একে পাঠিয়েছেন মোট ৩০৮টি পার্সেল! সব মিলিয়ে যার দাম প্রায় ৯ লাখ রুপি!

 

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। প্রেমিকা সম্পর্ক ভাঙার পর বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন সুমন শিকদার নামে ওই যুবক। এরপরই জন্ম নেয় প্রতিশোধস্পৃহা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সুমন একটি অনলাইন শপিং অ্যাপে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর প্রতিদিন তার প্রাক্তন প্রেমিকার ঠিকানায় বিভিন্ন পণ্য অর্ডার করতে থাকেন—সবই ক্যাশ অন ডেলিভারিতে। উদ্দেশ্য ছিল, পণ্য ডেলিভারির চাপের মাধ্যমে প্রাক্তনকে বিপাকে ফেলা।

 

তরুণীর অভিযোগ পেয়ে কলকাতার লেকটাউন থানার পুলিশ তদন্ত শুরু করে। এরপর নদিয়ার রানাঘাট থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনাটি স্বীকার করেন।

 

সুমনের ভাষায়, ‘‘ও অনলাইন শপিংয়ে খুব আসক্ত ছিল। সব সময় কিছু না কিছু অর্ডার করত, যার দাম আমাকে দিতেই হতো। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওর এই অভ্যাসের জন্যই ওকে বিপদে ফেলতে চেয়েছিলাম।’’

 

অন্যদিকে, তরুণী প্রথমে বিষয়টি চেপে যেতে চাইলেও, অর্ডারের পরিমাণ বেড়ে যাওয়ায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হন।

 

এই অদ্ভুত ঘটনাটি সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের কেউ কেউ একে “ভিন্ন ধাঁচের প্রেমের প্রতিশোধ”, আবার কেউ বলছেন “এটা মানসিক বিকারের লক্ষণ”।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন