April 19, 2025, 8:39 pm

মুন্সিগঞ্জে বজ্রপাতে কিশোর নিহত, আহত ৩

আক্কাছ আলী,

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবির দেওয়ান (১৪), সে তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ান এর ছেলে।

ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের রতন দেওয়ান (৩৮), আল আমিন দেওয়ান (৩৫) ও মোহন মোল্লা (৪০)। আহতদের টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে কয়েকজন মিলে বাড়ির সামনের পুকুরে গাছের ডাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবির দেওয়ান মারা যায় এবং বাকি তিনজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন