মোঃ মুক্তার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীর বড় রাংটিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারকাযুত তাকওয়া মাদ্রাসার নাযেরা বিভাগের তিন শিক্ষার্থী সাকিবুল (৮), জাকারিয়া (৯) ও আমিন (৭) নিহত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া এলাকার পাতার মোড় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ওপর উঠিয়ে দিলে তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত পৌনে ১টার দিকে রাস্তায় তাঁরও মৃত্যু হয়।
তিন শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় বড় রাংটিয়া জামে মসজিদে জানাজা শেষে তাঁদের পাশাপাশি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
নিহত তিন শিক্ষার্থীই শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এদিকে স্থানীয় জনতা ঘাতক মাইক্রোবাস ও তার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকভাবে সবাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।