মোঃ রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে কাশেম আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের গুনির মোড় সংলগ্ন মাহাতাপুকুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাশেম আলী নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সানপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে প্রস্তুতি নিচ্ছিলেন কাশেম আলী। এ সময় গোয়াল ঘরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাশেম আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়।