মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর চিলাহাটিতে পুকুরে ডুবে বাইজিদ ইসলাম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে চিলাহাটির বোতলগঞ্জ ইউনিয়নের দাঙ্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ ইসলাম ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে একা গোসল করতে নামে বাইজিদ। গোসলের সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে কোনো চিকিৎসা না পেয়ে পরে তাকে বোড়াগাড়ি মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বোতলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন এবং শিশুটির আত্মার মাগফেরাত করুন।”