July 31, 2025, 6:35 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

তালতলীতে ভূমি মেলা ২০২৫: ডিজিটাল সেবা ও সচেতনতার বর্ণাঢ্য বার্তা

এইচ বি সুমন আলী

এইচ বি সুমন আলী
স্টাফ রিপোর্টার, বরগুনা:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় অনুষ্ঠিত হলো ভূমি মেলা ২০২৫। শনিবার (২৫ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ মেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ জনগণ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। তিনি বলেন, “ভূমি সেবাকে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত করতে ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই মানুষ ঘরে বসেই সেবা পাক—সহজে, স্বচ্ছভাবে।”

আলোচনায় আরও বক্তব্য দেন তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহজালাল পিয়াদা, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আফজাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ভূমি উন্নয়ন কর নিয়মিত প্রদান করলে জমির মালিকানা সুরক্ষিত হয় এবং সরকারি সেবা গ্রহণ সহজ হয়। ভূমি মেলার মতো উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক।

ভূমি মেলার আয়োজনে সহায়তা করে ভূমি সংস্কার বোর্ড, ভূমি মন্ত্রণালয় ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন