August 1, 2025, 3:23 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

পূবাইল রেলস্টেশনের টয়লেট যেন ‘গন্ধের গুহা’, চরম দুর্ভোগে যাত্রীরা

মিরাজ হুসেন প্লাবন

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের পূবাইল রেল স্টেশনের ওয়াশরুমগুলোর বেহাল দশা যাত্রীদের জন্য এক ভয়াবহ দুর্ভোগে পরিণত হয়েছে। অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত ও ব্যবহারের অনুপযোগী এসব টয়লেটের কারণে নারী ও পুরুষ—দুই শ্রেণির যাত্রীই পড়েছেন চরম অসুবিধায়।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, মাসের পর মাস ওয়াশরুমগুলো পরিষ্কার করা হয় না। নেই পানির ব্যবস্থা, নেই কোনো রক্ষণাবেক্ষণ। অনেকে বাধ্য হয়ে স্টেশন চত্বরের বাইরের অনিরাপদ জায়গায় গিয়ে প্রাকৃতিক কাজ সারছেন, যা অত্যন্ত অস্বাস্থ্যকর ও বিব্রতকর।

এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়াশরুমে ঢোকা যায় না। এত দুর্গন্ধ যে দাঁড়িয়ে থাকা পর্যন্ত যায় না। মনে হয় বছরখানেকেও পরিষ্কার করা হয়নি।”

রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই প্রকাশ করে—মত দিয়েছেন সচেতন নাগরিকরা। যাত্রী স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য ও ন্যূনতম মানবিক প্রয়োজন বিবেচনায় রেখে দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন