July 30, 2025, 3:29 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

জামিন পেলেন নোবেল, বাবা হওয়ার খবর দিলেন স্ত্রী প্রিয়া!

মিরাজ হুসেন প্লাবন

ধর্ষণ ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে জানা গেছে, নোবেল বাবা হতে যাচ্ছেন।

আদালতের শুনানিতে নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া—উভয়েই উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যেই আদালতে উপস্থিত হন নোবেল, কিছুক্ষণ পর তার পাশে দাঁড়ান প্রিয়া। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা হাত ধরে হাসিমুখে কথা বলেন।

শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে বাদী প্রিয়াকে জিজ্ঞেস করা হয়, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কি না। উত্তরে প্রিয়া বলেন, “না”। উভয়পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, এটি ছিল একটি ভুল বোঝাবুঝি; বর্তমানে তা মীমাংসিত হয়েছে। এরপর আদালত এক হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানির সময় তাদের আইনজীবীরা আরও জানান, এই দম্পতির সংসারে খুব শিগগিরই নতুন অতিথি আসতে যাচ্ছে। অর্থাৎ, নোবেল ও প্রিয়া তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।

এর আগে, ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। বিয়ের সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

কারাগারে বিয়ে, পরে জামিন এবং আসন্ন সন্তান—সব মিলিয়ে এ দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ বিষয়টিকে “ভালোবাসার জয়” হিসেবে দেখছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন আইন ও নৈতিকতা নিয়ে।

তবে আপাতত নোবেল ও প্রিয়ার দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের শুরুতে তারা শুভকামনা কামনা করেছেন সকলের কাছে।

নোবেলকে ১৯ মে ধর্ষণ, অপহরণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। মামলার বাদী ছিলেন ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থী, যিনি এখন তার স্ত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন