ধর্ষণ ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে জানা গেছে, নোবেল বাবা হতে যাচ্ছেন।
আদালতের শুনানিতে নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া—উভয়েই উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যেই আদালতে উপস্থিত হন নোবেল, কিছুক্ষণ পর তার পাশে দাঁড়ান প্রিয়া। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা হাত ধরে হাসিমুখে কথা বলেন।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে বাদী প্রিয়াকে জিজ্ঞেস করা হয়, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কি না। উত্তরে প্রিয়া বলেন, “না”। উভয়পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, এটি ছিল একটি ভুল বোঝাবুঝি; বর্তমানে তা মীমাংসিত হয়েছে। এরপর আদালত এক হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানির সময় তাদের আইনজীবীরা আরও জানান, এই দম্পতির সংসারে খুব শিগগিরই নতুন অতিথি আসতে যাচ্ছে। অর্থাৎ, নোবেল ও প্রিয়া তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
এর আগে, ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। বিয়ের সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
কারাগারে বিয়ে, পরে জামিন এবং আসন্ন সন্তান—সব মিলিয়ে এ দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ বিষয়টিকে “ভালোবাসার জয়” হিসেবে দেখছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন আইন ও নৈতিকতা নিয়ে।
তবে আপাতত নোবেল ও প্রিয়ার দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের শুরুতে তারা শুভকামনা কামনা করেছেন সকলের কাছে।
নোবেলকে ১৯ মে ধর্ষণ, অপহরণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। মামলার বাদী ছিলেন ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থী, যিনি এখন তার স্ত্রী।