December 7, 2025, 8:29 am

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য স্থগিতের কথা ভাবছে ত্রিপুরা

মিরাজ হুসেন প্লাবন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়ে ভাবছে। শনিবার (৩০ নভেম্বর) আগরতলায় এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ইঙ্গিত দেন।

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্য স্থগিত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, “পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তবে যেকোনো কিছুই ঘটতে পারে।”

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। শুভেন্দুর সঙ্গে সুর মিলিয়ে মানিক সাহাও একই দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে বাণিজ্যিক কার্যক্রম উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতি এই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন