১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
২০০৯ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের আমলে ২০০৮ সাল থেকে এ দিবস পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি বাতিল করে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ১৩ আগস্ট সরকার একটি প্রজ্ঞাপন জারি করে ১৫ আগস্টের ছুটি বাতিল করে।
জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের ঘটনা নতুন নয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করলেও, ২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার এ সিদ্ধান্ত বাতিল করেছিল। পরে ২০০৮ সালে হাইকোর্টের নির্দেশে পুনরায় ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
এদিকে, হাইকোর্টের জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে ১৫ আগস্টের ছুটি বাতিল নিয়ে এ সিদ্ধান্ত ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।