August 1, 2025, 12:52 am
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

নদীতে বজ্রপাতে দুই বালু শ্রমিকের মৃত্যু, একজন নিখোঁজ

মিরাজ হুসেন প্লাবন

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে বজ্রপাতের ঘটনায় দুই বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন শ্রমিক। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতেই বালু উত্তোলনের জন্য চেলা নদীতে অবস্থান করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হলে নৌকায় থাকা শ্রমিকরা আক্রান্ত হন। পরে অন্য শ্রমিকরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—
১. জুয়েল আহমদ (২০), পিতা মৃত আমির আলী, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা।
২. আফিজ আলী (৪৪), পিতা মৃত মজম্মিল আলী, তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রুবেল মিয়া (২৩), পিতা মৃত মাশুক মিয়া, কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দিনব্যাপী চেষ্টার পরও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

বজ্রপাতজনিত এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে এমন দুর্ঘটনা নিয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক এবং ছাতক নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন