October 17, 2025, 11:04 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

মুন্সীগঞ্জে বাজারে মিলছে না সয়াবিন তেল  !!

মোঃ নিজামুল ইসলাম

মুন্সীগঞ্জে বাজারে মিলছে না সয়াবিন তেল

আক্কাছ আলী
(মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জে সোমবার (৯ ডিসেম্বর) জেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে সয়াবিন তেল নেই।

আগে এ সব দোকানে রূপচাঁদা, তীর, বসুন্ধরাসহ বিভিন্ন ব্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যেত। এখন কোনো ব্যান্ডের তেলই নেই। কদাচিত কিছু দোকানে কয়েকটি বোতল দেখা যায়। মুন্সীগঞ্জ শহরের স্বপ্ন সুপার শপে গিয়ে দেখা যায়, সেখানে সয়াবিন তেল নেই। ক্রেতা ও বিক্রেতারা জানান, বেশ কিছু ধরে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।ক্রেতারা দোকানে এসে তেল না পেয়ে ফিরে যাচ্ছে।

জেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী পাপ্পু সাহা বলেন, ‘‘গত দুই সপ্তাহ ধরে তেলের ঘাটতি দেখা দেয়। প্রথমে কোম্পানিগুলো তেল সরবরাহ কমিয়ে দেয়। গত সপ্তাহ থেকে তেলের সরবরাহ বন্ধ। গ্রাহকের চাহিদা মেটাতে কেউ কেউ নারায়ণগঞ্জ থেকে বেশি দামে তেল কিনে আনে। সেগুলোর দাম গায়ে ১৬৭ টাকা কেজি লেখা থাকলেও তারা কিনে আনেন ১৭২ টাকা দরে। বিক্রি করে ১৮০ টাকায়। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল কেনেন ৮৫০ টাকায়। অথচ এর লেবেলে দর ৮১৮ টাকা।’’  এই ব্যবসায়ী জানান, বাজারে এ বিষয়ে কোনো মনিটরিং করা হয়নি।

মুন্সীগঞ্জ বাজারের আবুল হোসেন স্টোরের স্বত্বাধিকারী বলেন, ‘‘হয়ত দাম বাড়াবে। তাই কোম্পানিগুলো সয়াবিন তেল সরবরাহ করছে না। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক করবে তাও বলছে না।’’  মুন্সীগঞ্জে কর্মরত তীর ব্যান্ডের স্টাফ মো. হাফিজ জানান, তাদের কাছে এখন সরবরাহ কম। তাই দোকানে চাহিদামতো তেল সরবরাহ করা যাচ্ছে না।

মুন্সীগঞ্জে কর্মরত তীর ব্যান্ডের স্টাফ মো. হাফিজ জানান, তাদের কাছে এখন সরবরাহ কম। তাই দোকানে চাহিদামতো তেল সরবরাহ করা যাচ্ছে না। মুন্সীগঞ্জে তীর ব্যান্ডের ডিলার মনজিল বলেন, ‘‘সরবরাহ কম থাকায় যাদের ৫০ কার্টন তেল লাগে তাদের দোকানে ৫-১০ কার্টন তেল সরবরাহ করছি। কোম্পানি জানিয়েছে, এক সপ্তাহ পরে অবস্থা স্বাভাবিক হবে।’

এ ব্যাপারে মুন্সীগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, এটা শুধু মুন্সীগঞ্জে হচ্ছে না। সারা দেশে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের পক্ষে এ ব্যাপারে কিছু করণীয় নেই। তবে, বোতলের লেবেলে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে আমরা আইনি ব্যবস্থা নেবো।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন