আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজারে জনতা ব্যাংক শাখার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল
৩টায় বেতকা বাজারস্থ খান প্লাজায় ব্যাংকটির নতুন ভবনে স্থানান্তর ও উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি মুন্সীগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আবু আল মামুন। শাখা ব্যবস্থাপক মো. গাওসেল
আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মিজানুর রহমান।
বিশেষ অতিথিদের উপস্থিতি:
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল হাই এবং ড. সাহা চঞ্চল কুমার।
অন্যান্য অতিথিদের অংশগ্রহণ:
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির
সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, বেতকা বাজারের ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, হাবিবুর রহমান হবি বেপারী, ইউপি সদস্য মনির হোসেন খান
রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনতা ব্যাংকের কর্মকর্তারা।
উদ্বোধনের গুরুত্ব:
নতুন ভবনে স্থানান্তরের ফলে এলাকার গ্রাহকদের আরও সহজ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।