August 1, 2025, 6:08 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

ভোমরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ছোড়া: সতর্ক অবস্থানে বিজিবি,

মিরাজ হুসেন প্লাবন

সাতক্ষীরা .প্রতিনিধিঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে সাউন্ডগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি) ভোর রাতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়রা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ কয়েকজন জানিয়েছেন, ফজরের নামাজের সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পান। ভারতীয় সীমান্তে বিএসএফ এই ফাঁকা গুলি ছোড়ে।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বিএসএফ চার রাউন্ড সাউন্ডগানের ফাঁকা গুলি ছুড়েছে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, “এটি ভারতের অভ্যন্তরের ঘটনা। সাতক্ষীরা সীমান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

এর আগে গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে কৃষক নজরুল ইসলাম ও নাজমুল হোসেনের জমিতে চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। নজরুল ইসলাম জানান, “গত ৩০ বছর ধরে আমি জমিটি চাষাবাদ করে আসছি। কিন্তু এবার বিএসএফ ধান রোপণে বাধা দেয়।”

এ বিষয়ে রবিবার সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আপাতত বিবাদমান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের জমি মাপজরিপের পর।

বিজিবি জানিয়েছে, এসব ঘটনার পর সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন