December 7, 2025, 4:15 pm

রাবিতে ডিভিএম বিভাগের চেয়ারম্যানকে অবরুদ্ধ করলো শিক্ষার্থীরা

মিরাজ হুসেন প্লাবন

মো. রাফাসান আলম, রবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস (ডিভিএম) বিভাগের ইন্টার্ণ শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি না মানায় বিভাগের চেয়ারম্যানসহ কয়েকজন শিক্ষকদের অবরুদ্ধ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতিতে যায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিভাগের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন তারা।

আন্দোলনের কারণ:
শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীরা আসন্ন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থী মো. জাকির হোসেন বলেন,

“আমরা সেপ্টেম্বর মাসে আন্দোলন করেছিলাম। আমাদের দাবির মধ্যে অন্যতম ছিল লেভেল-৫ সেমিস্টার শেষে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কিন্তু দুইবার আবেদন করেও কর্তৃপক্ষ আমাদের দাবি প্রত্যাখ্যান করেছে।”

একই সেশনের শিক্ষার্থী ফারজানা আক্তার লাবণী বলেন,

“আমাদের ডিগ্রি পাঁচ বছরের হলেও সেশনজট, কোভিড-১৯ ও অন্যান্য কারণে আমরা প্রায় দুই বছর পিছিয়ে আছি। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা বিসিএসে অংশ নিতে পারলেও আমরা পারছি না। শিক্ষকদের কাছে প্রতিশ্রুতি পাওয়ার পরও দাবি পূরণ হয়নি।”

বিশেষ অভিযোগ:
শিক্ষার্থী কায়েস মাহমুদ বলেন,

“দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপে ক্রেডিট সিস্টেম না থাকলেও আমাদের ক্ষেত্রে তা রয়েছে, যা আমাদের পরীক্ষা দিতে বাধা সৃষ্টি করছে।”

কর্তৃপক্ষের ভূমিকা:
এ বিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ময়জুর রহমানকে একাধিকবার কল দেওয়া হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন