August 6, 2025, 11:47 pm
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেশবপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা

শ্রীমঙ্গলে উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা

মিরাজ হুসেন প্লাবন

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম এবং সমাজসেবক মাওলানা শেখ নূরে আলম হামিদীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে অবস্থিত হামিদী ভবনে শ্রীমঙ্গলের বরেণ্য আলেম মাওলানা আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং মাওলানা সোহাইল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ নূরে আলম হামিদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মতিগঞ্জ রাজ্জাকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, জামেয়া ইসলামীয়া সিন্দুরখান বালক-বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শুকুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়াত আলী, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, এবং অন্যান্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা মাওলানা শেখ নূরে আলম হামিদীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেম প্রতিনিধি হিসেবে দেখতে চান। বক্তারা বলেন, সকল মতপার্থক্য ভুলে, এক হয়ে তাকে সংসদে পাঠানোর জন্য কাজ করতে হবে।

প্রধান অতিথি মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, “আমি এম.পি বা মন্ত্রী হওয়ার জন্য আসিনি। আমি শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। গত কয়েক বছরে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের অধিকার হরণের ফলে দুঃখিত। আমাদের এক হয়ে কাজ করার মাধ্যমেই সমাজে পরিবর্তন আনতে হবে।”

সভা শেষে মাওলানা আব্দুর রউফ এর দু’আর মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন