সুব্রত চন্দ্র দাস
বিশ্ব শান্তি, মানব কল্যাণ, এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।
২৮-২৯ জানুয়ারি শ্রীমদ্ভাগবত গীতা পাঠের পর ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার এই মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। ২ ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ হয়। ৩ ফেব্রুয়ারি সোমবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ এবং মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরের কীর্তন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শীতল চন্দ্র দাস জানান, এই অনুষ্ঠানের আয়োজন সকলের সার্বিক সহযোগিতায় হয়েছে। আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সাহা বলেন, “কলি যুগের মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। আমরা এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।”
কোষাধক্ষ্য বিজয় কৃষ্ণ সাহা বলেন, “শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে, এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।” দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে কীর্তন শুনে প্রসাদ গ্রহণ করেন। ছিকলিয়া দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা বলেন, “হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্থাপন করা যায় এবং মুক্তির পথ পাওয়া যায়।”