July 8, 2025, 11:51 am

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স

মিরাজ হুসেন প্লাবন

মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্সের সহযোগিতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ-এর নেতৃত্বে আলাতুলি ইউনিয়নের কোদলকাটি এলাকায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে আব্দুল ওয়াহেদ বলেন, “আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন শীতের কষ্ট থেকে রেহাই পায়। ব্যবসায়ী ও শিল্পপতিরা সম্মিলিতভাবে সমাজের উন্নয়নে কাজ করলে সবার জীবনমান উন্নত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো: আব্দুল বারেক, মো: মুনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক গানু, সাবেক কমিশনার মো: জাহাঙ্গীর, আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(সংবাদের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে রাজনৈতিক বক্তব্য সংযুক্ত করা হয়নি।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন