November 16, 2025, 11:55 pm

পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান

মিরাজ হুসেন প্লাবন

মোঃ জাহিদুর রহিম , রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আসিফ মুস্তাহিদ (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ আসিফ ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে এবং ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আসিফ তার তিন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। সাঁতরে নদীর মাঝ বরাবর চলে গেলে ফেরার পথে ঢেউয়ের কারণে তারা বিপদে পড়ে। এ সময় তিন বন্ধু তীরে ফিরতে সক্ষম হলেও আসিফ নদীর স্রোতে তলিয়ে যায়।

স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা অভিযানে আসিফের সন্ধান মেলেনি।

প্রশাসনের বক্তব্য:
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. নেছার আলী জানান, ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে কাজ ব্যাহত হচ্ছে। তবে নিখোঁজ ছাত্রের পরিবার চাইলে আগামীকাল আবারও অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন