August 2, 2025, 11:46 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

মোহনগঞ্জে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ পুলিশ সদস্যকে ওসির শুভেচ্ছা

মিরাজ হুসেন প্লাবন

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে থানার নিজ কার্যালয়ে তাদের এই সংবর্ধনা দেন তিনি।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত এই তিনজন হলেন— মোহনগঞ্জ পৌর শহরের বার্ত্তারগাতী এলাকার গোবিন্দ চন্দ্র তালুকদারের ছেলে পৃথম তালুকদার, দক্ষিণ দৌলতপুর এলাকার আল-মবিন রোডের বাসিন্দা তপন চন্দ্র সরকারের ছেলে জয় চন্দ্র সরকার এবং তেতুলিয়া গ্রামের মো. খোকন মিয়ার ছেলে জয় মিয়া।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তারা ৬ মাসের জন্য পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক প্রশিক্ষণে যোগ দেবেন।

নবনিযুক্ত পুলিশ সদস্য পৃথম তালুকদার বলেন, “আমার বাবা একজন রিকশাচালক। গরিব পরিবারের সন্তান হিসেবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে পুলিশের চাকরিতে যোগ দিতে পেরে গর্বিত। আমার মা-বাবার পরিশ্রমের কারণেই আমি আজ এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একজন আদর্শ পুলিশ সদস্য হতে চাই।”

এ প্রসঙ্গে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মোহনগঞ্জের তিনজন তরুণ বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে যোগ দিতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তারা প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ পুলিশ সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত হবেন, এটাই প্রত্যাশা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন