মিরাজ হুসেন প্লাবন :
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ অভিযোগ করেছে, গ্রামীণফোন লিমিটেড শ্রম আইন লঙ্ঘন, শ্রমিক ছাঁটাই এবং অংশগ্রহণ তহবিল বিতরণে অনিয়ম করছে।
সংগঠনের আহ্বায়ক আবু সাদাত মোঃ শোয়েব লিখিত বক্তব্যে জানান, গত এক দশকে গ্রামীণফোনের স্থায়ী শ্রমিকের সংখ্যা ৭০% কমে মাত্র ১২০০-তে নেমে এসেছে। অনেক শ্রমিককে জোরপূর্বক স্বেচ্ছা অবসরে বাধ্য করা হয়েছে, মানসিক চাপ প্রয়োগ করা হয়েছে, এমনকি আদালতের রায় অমান্য করে মুনাফার ন্যায্য অংশও দেওয়া হয়নি।
প্রধান অভিযোগসমূহ:
🔴 অবৈধ চাকরিচ্যুতি: ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টার কারণে ২০১২ সালে ১৮০ জন শ্রমিক ছাঁটাই, ২০২১ সালে করোনা মহামারির সময় ১৮০ জনের চাকরিচ্যুতি।
🔴 মুনাফার অংশ থেকে শ্রমিকদের বঞ্চিতকরণ: শ্রম আইন অনুযায়ী ৫% অংশ দেওয়ার কথা থাকলেও গ্রামীণফোন তা দেয়নি।
🔴 মানবাধিকার লঙ্ঘন: চাকরি হারানো শ্রমিকদের আর্থিক সংকটে ফেলা হয়েছে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
🔴 আদালত ও শ্রম অধিদপ্তরের নির্দেশ অমান্য: সুপ্রিম কোর্টের রায় অনুসারে পাওনা পরিশোধ না করায় গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
শ্রমিকদের দাবি:
✅ অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান।
✅ বকেয়া মুনাফার অংশ জরিমানাসহ পরিশোধ।
✅ গ্রামীণফোনের শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
গত ২ ডিসেম্বর ২০২৪ থেকে চাকরিচ্যুত শ্রমিকরা ঢাকার বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা বলেছেন, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।