মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য প্রায় ৩০০টি বৃত্তির সুযোগ রয়েছে। তিনি বেরোবির শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের সম্ভাবনার কথা জানান।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ এবং বেরোবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলী ও প্রশাসনিক কর্মকর্তারা।
সভা শেষে উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে সম্মানসূচক উপহার প্রদান করেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।