মোঃ সিজার হোসেন, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাঁচআনি ভাটপাড়ায় কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দিনমজুর মো. মাজদার আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে পাশের গ্রামে একটি মাদারের গানের অনুষ্ঠানে যান। কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে চারঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে বাড়ির লোকজনের কোনো শারীরিক ক্ষতি হয়নি।
স্থানীয়দের মতে, আগুনে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দিনমজুর মাজদার আলীর পরিবারের একমাত্র আশ্রয়স্থলটি ধ্বংস হয়ে গেছে, যা তাদের চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে।