আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদীখানে ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘাতক সাব্বির খান হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদীখান থানা পুলিশ রশুনিয়া ইউনিয়নের ব্যাঙ দিঘী নামে পুকুরের কচুরিপানার নিচ থেকে ফাতেমার লাশ উদ্ধার করে।
ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় মাহমুদিয়া নূরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
গত মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা। স্থানীয়রা সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে সাব্বির ধর্ষণচেষ্টা ও হত্যার কথা স্বীকার করে। নিহত শিশুর চাচা মাওলানা মো. এরশাদ জানান, “ঘাতক সাব্বির একজন মাদকসেবী, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।”