বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সংলগ্ন ঐশি ছাত্রীনিবাসে এক তরুণ-তরুণীর উপস্থিতি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় ছাত্রীনিবাসের একটি কক্ষে এক ছেলেকে পাওয়া গেলে মেসের অন্য শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারেন এবং দ্রুত কর্তৃপক্ষকে অবগত করেন।
জানা গেছে, ওই ছাত্রী মিঠাপুকুরের বিলকিস, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। আর ছেলেটি একই উপজেলার একজন ইন্টারমিডিয়েট শিক্ষার্থী। তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।
বিষয়টি জানাজানি হলে ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
পরিস্থিতি বিবেচনায় উভয় পরিবার আলোচনার মাধ্যমে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা চললেও পরিবারের সিদ্ধান্তের ফলে পরিস্থিতি শান্ত হয়।