ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
ইসলামপুর থানার ওসি কর্তৃক গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর
রহমান মলিন।
বৃহস্পতিবার (২০ মার্চ) ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শেখ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান লুলুসহ অন্যান্য নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদুর রহমান মলিন বলেন, “সম্প্রতি আমাকে জড়িয়ে ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি বলেন, ওসি সাহেবের দাবি অনুযায়ী তিনি নাকি এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগ নেতা আব্দুল খালেককে ছাড়িয়ে আনতে পুলিশের কাছে তদবির করেছেন। এমনকি আসামিকে না ছাড়লে ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে বদলির হুমকি দিয়েছেন—এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা।
মলিন আরও বলেন, তিনি কাউকে ছাড়ানোর তদবির করেননি কিংবা ওসিকে বদলির হুমকিও দেননি। তবে এলাকায় আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়ে পুলিশকে তিনি তথ্য দিয়েছেন। অথচ তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি এই ভুল ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।