আক্কাছ আলী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রহরীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার দুপুরে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয় বলে জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর।
আটক আবুল হোসেন (৫৫) ওই বিদ্যালয়ের প্রহরী। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আট বছরের ওই ছাত্রী স্কুলে গেলে তাকে যৌন হয়রানি করেন হুমায়ুন। পরদিন সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষে তাকে আটকে রেখে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বলেন, “স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুশীলন করার জন্য সোমবার সকালে সে স্কুলে যায়। এ সময় আমার বোনকে ধর্ষণের চেষ্টা করেন বিদ্যালয়ের প্রহরী। পরে সে বাড়িতে ফিরে বিষয়টি আমাদের বলে।
পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।