আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
০২ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সারে ৯টায় সিরাজদিখান থানা পুলিশ লতব্দী দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাহজাহান শেখ (৫৮) ও মো. বুলু শেখ (৪১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সিরাজদিখান থানার এসআই মোঃ কামরুজ্জামান সিকদার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তারা গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে লতব্দী এলাকায় যাচ্ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।