তরিকুল ইসলাম, নাটোর, লালপুর থেকে
নাটোরের লালপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর ও আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত।
সজিবুল ইসলাম হৃদয় জানান, ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ ও সালিশী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কারো নাম উল্লেখ না করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এরপর রবিবার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি সেই স্ট্যাটাস নিজের বিরুদ্ধে বলে ধরে নিয়ে তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। পরদিন সোমবার মনজুর নামের এক ব্যক্তি ‘জুলাই যোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা’ পরিচয়ে সাংবাদিক হৃদয়কে ফোন করে অশ্লীল গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, “তোরে রাতে ঘুমাতে দিব না।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনজুর বলেন, “সজিবুল হৃদয় নিউজ করেছে আমি চাঁদাবাজি ও ছিনতাই করেছি। আমি একজন জুলাই যোদ্ধা—আমরা লালপুরের গর্ব। আমাদের নামে কেন লিখবে?” তবে হুমকি-ধামকি দেওয়ার প্রশ্নে তিনি কোনো জবাব দিতে না পেরে বলেন, “নিউজ করে দেন, সমস্যা নেই।” এরপর ফোন কেটে দেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”