বিনোদন প্রতিবেদক:
মারা গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল হোসেন আলম, যিনি ‘হিরো আলম’ নামে অধিক পরিচিত, তার বাবা। মৃত্যুর বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, ‘আমার বাবা মঙ্গলবার রাত ৯টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
তার বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে। অভিনেতার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।
হিরো আলম আরও জানান, তার বাবার জানাজা আজ বুধবার বাদ জোহর বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, হিরো আলম বিভিন্ন সময় তার ব্যতিক্রমধর্মী কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। বাবার মৃত্যুতে এই জনপ্রিয় মুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন নেটিজেনরাও।